মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শেখ হাসিনা মোদিকে প্রভু মনে করেন, ভারতেই পালিয়েছেন: দুলু

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৩ পিএম

শেয়ার করুন:

শেখ হাসিনা মোদিকে প্রভু মনে করেন, ভারতেই পালিয়েছেন: দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রভু মনে করেন। তিনি সব সময় মোদির সাহায্য প্রার্থনা করেন, যার কারণে তিনি ভারতে পালিয়ে গিয়েছেন।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে পন্ডিত গ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।


বিজ্ঞাপন


রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ফেরাউন শাসনের কাছে হার মেনেছে হাসিনার শাসন আমল। তিনি দীর্ঘ সাড়ে ১৫ বছর বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, মামলা এবং নির্যাতন চালিয়েছেন। তাদের অত্যাচারে কেউ বাড়িতে থাকতে পারেনি। আওয়ামী লীগের পাপের সাজা আল্লাহ তাদের দিয়েছেন। এখন কেউ আর দেশে নেই, সবাই ভারতে পালিয়ে গিয়েছে।

দুলু আরও বলেন, জনগণের আন্দোলনের মুখে যেসব ক্ষমতাবানদের পতন হয়েছে, তারা দ্বিতীয়বার আর ক্ষমতায় আসতে পারেননি। এটা পৃথিবীর ইতিহাসে কখনো দেখিনি। এই আওয়ামী লীগ কখনো আর ক্ষমতায় আসতে পারবে না। দেশের মানুষের ওপর তারা যে অত্যাচার, নির্যাতন চালিয়েছে, দেশের মানুষ তাদের আর চায় না। তাই তারা দেশ থেকে পালিয়ে ভারতে গিয়েছে।

ছাতনী ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দিন মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল ব্যাপারী, ছাত্রলীগ সভাপতি কামরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুলুর কন্যা ব্যারিস্ট্রার তাসনুভা তাবানুভা রাত্রী।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর