বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

বিয়ানীবাজারে আ.লীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৪, ০২:০৪ এএম

শেয়ার করুন:

loading/img

সিলেটের বিয়ানীবাজারে যৌথ বাহিনীর অভিযানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) তাকে উপজেলার তিলপারা নামক স্থান থেকে গ্রেফতার করা হয়। 


বিজ্ঞাপন


বিয়ানীবাজার থানার ওসি তদন্ত মো. ছবেদ আলি জানান, র‌্যাব ৯ এর একটি দল বিয়ানীবাজার উপজেলার তিলপারা নামক স্থান থেকে আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করে শুক্রবার রাতে বিয়ানীবাজার থানায় নিয়ে আসে। তার নামে একাধিক মামলা রয়েছ। এখন তাকে সিআইডিতে পাঠানো হবে। 

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থান সংঘটিত হওয়ার খবর প্রচারিত হওয়ার পর বিকালে একদল লোক বিয়ানীবাজার থানায় হামলা চালায়। এ সময় পুলিশের গুলিতে তিনজন নিহত হয়। পরবর্তীতে এ ঘটনায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাদের নামে মামলা দায়ের করা হয়। এই হত্যা মামলায় আশরাফুল ইসলাম এজাহারভুক্ত আসামি বলে জানা গেছে। 

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub