মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঝিনাইদহে ট্রলির চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৪, ০৭:২৫ পিএম

শেয়ার করুন:

ঝিনাইদহে ট্রলির চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকলের আখ পরিবহনের গাড়ির ধাক্কায় মৌসুমি আক্তার (২৬) নামের এক গৃহবধূ ও ফিরোজ হোসেন (২২) নামের দুই ইজিবাইক যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে ।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত মৌসুমি আক্তার উপজেলার বনখির্দ্দা গ্রামের মোস্তফা আলীর মেয়ে ও ফিরোজ হোসেন একই গ্রামের হাসেম আলীর ছেলে ।

খোঁজ নিয়ে জানা গেছে, চাপরাইল বাজার থেকে ইজিবাইকে কালীগঞ্জ শহরে যাওয়ার পথে মোবারকগঞ্জ চিনিকলের কাছাকাছি মল্লিক নগর এলাকায় মোবারকগঞ্জ চিনিকলের আখ পরিবহনের গাড়ি যাত্রীবাহী ইজিবাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মৌসুমি আক্তারের মৃত্যু হয়।

আরও পড়ুন

সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩

এসময় গুরুতর আহত ফিরোজ হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়। হাসপাতালে পৌঁছানোর পূর্বেই গাড়িতে তার মৃত্যু হয়।


বিজ্ঞাপন


এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মাসুদ রানা জানান, আমাদের এখানে আসার আগেই মৌসুমি আক্তারের মৃত্যু হয়েছে। বার বাজার হাইওয়ে থানার ওসি মোহসিন হোসেন জানান, ট্রলির চাপায় দু’জন নিহত হয়েছে। এ ঘটনায় ট্রলি চালকের বিরুদ্ধে মামলা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর