মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

নাটোরে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৪, ১২:৩৯ পিএম

শেয়ার করুন:

loading/img

নাটোরের নলডাঙ্গা হালতিবিল থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার হালতি বিলের সাবমার্সিবল সড়কের পাশ থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


নলডাঙ্গা থানা পুলিশের কর্মকর্তা ওসি মো. মোস্তাফিজুর রহমান ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

নাটোরে ট্রাকের ধাক্কায় নিহত ১

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের হালতি বিলের মাঝে সাবমার্সিবল সড়কের পাশে অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত ব্যক্তির মুখ মণ্ডলে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। ওসি মো. মোস্তাফিজুর রহমান ঢাকা মেইলকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ বা কারা তাকে আঘাত করে হত্যা করে ফেলে গেছে। এ বিষয়ে বিষয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর