শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

এখন আমাদের রাষ্ট্রকাঠামো মেরামত করতে হবে: তারেক রহমান

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:১৫ পিএম

শেয়ার করুন:

loading/img

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ আগস্টের আগে মানুষের দাবি ছিল স্বৈরাচার পতনের। আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। এখন আমাদের রাষ্ট্রকাঠামো মেরামত করতে হবে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড এলাকায় মুন্নুসিটিতে, বিএনপি’র প্রশিক্ষণ বিভাগের আয়োজনে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যদানকালে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রকাঠামো মেরামত করতে হবে। এটা বাস্তবায়নের জন্য বিএনপি'র নেতা-কর্মীদের জনগণের কাছে যেতে হবে। জনগণকে ৩১ দফা সম্পর্কে জানাতে হবে। নিজেদেরকেও প্রস্তুত করতে হবে।

তারেক রহমান বলেন, স্বৈরাচার সরকার পতন হলেও দেশে-বিদেশে এখনো ষড়যন্ত্র চলছে। এজন্য নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে দেশে একটি নির্বাচিত সরকার দরকার।

তিনি আরও বলেন, বিগত সময়ে বিএনপি'র শাসন আমলে দেশের বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন হয়েছিল। আগামীতে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

এসময় জেলা বিএনপি'র সভাপতি আফরোজা খানম রিতার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপি মিডিয়া সেলের প্রধান ডা. মওদুদ আলমগীর পাভেল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম বাবুল, জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, সাবেক সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম খান শান্ত, সহ-সভাপতি ড. খন্দকার আকবার হোসেন বাবলু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য রুখসানা খানম মিতুসহ বিএনপির নেতা-কর্মীরা।


বিজ্ঞাপন


এমএসএম/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর