শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

তিন মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, আহত ৪

জেলা প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৩:০১ পিএম

শেয়ার করুন:

loading/img

মেহেরপুরের গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুমানা আক্তার ছবি  (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও চারজন।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরের দিকে মেহেরপুর- কুষ্টিয়া সড়কের গাড়াডোব নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত রোমানা আক্তার ছবি মেহেরপুর পৌরসভার বড়বাজার কেশবপাড়া এলাকার মৃত খোকন মোল্লার মেয়ে।

আরও পড়ুন

বেনাপোল সীমান্ত থেকে লাশ উদ্ধার

মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. তারেক রহমান মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হলেন - ঝিনাইদহ শিকারপুরের ফটিক বিশ্বাসের ছেলে ও আরএফএল কোম্পানির কর্মচারী লুৎফর রহমান (২৪), মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের আরিফুল ইসলামের ছেলে রাজু আহমেদ জয় (২৩), গাংনী পৌর এলাকার এক নম্বর ওয়ার্ড বাঁশবাড়িয়া গ্রামের হাফিজুল ইসলামের ছেলে সোহেল রানা (২৮) ও  একই গ্রামের রবিউল ইসলামের ছেলে মাসুদ (২৮)।


বিজ্ঞাপন


1000076185

নিহতের ভাই সোহাগ জানান, তার বোন রুমানা আক্তার ছবি এলএলবিতে লেখাপড়া শেষ করে ঢাকাতে শিক্ষানবিশ হিসেবে কাজ করছেন।

গাড়াডোব মাঠপাড়াস্থ আব্দুল মান্নান মাস্টার জানান, আরএফএল কোম্পানিতে চাকরি করে লুৎফর রহমান নামের এক ব্যক্তি। তিনি রোমানা আক্তার ছবি নামের এক নারীকে নিয়ে মোটরসাইকেলযোগে মেহেরপুর থেকে গাংনীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাড়াডোব মাঠপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা অপর একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে পড়ে রুমানা আক্তার ছবি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. তারেক রহমান তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর