শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সুজানার বন্ধু কাব্যর মরদেহও মিলল একই লেকে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৪, ০১:২০ পিএম

শেয়ার করুন:

সুজানার বন্ধু কাব্যর মরদেহও মিলল একই লেকে
গতকাল কলেজছাত্রী সুজানার মরদেহ উদ্ধার করে পুলিশ।

কলেজছাত্রী সুজানার পর নারায়ণগঞ্জের পূর্বাঞ্চলে একই লেক থেকে তার বন্ধু শাহিনুর রহমান কাব্যের মরদেহও উদ্ধার করা হয়েছে।

সুজানার মরদেহ উদ্ধারের ১৫ ঘণ্টা পর বুধবার সকালে ১৬ বছর বয়সী কাব্যের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।


বিজ্ঞাপন


কাব্য কাফরুল থানার কচুক্ষেত বউবাজার এলাকার হারুনুর রশিদের ছেলে। সে রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

এছাড়া সুজানা ঢাকার ভাষানটেক সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী ও ঢাকার কচুক্ষেত এলাকার মৃত আব্বাস মিয়ার মেয়ে।

বুধবার সকালে পরিবারের লোকজন ফায়ার সার্ভিসের ডুবুরি ও পুলিশের সহযোগিতায় সেতুর নিচ থেকে লেকের পানিতে মোটরসাইকেলের নিচে তার মরদেহ পাওয়া যায়।

আগের দিন লেক থেকে সুজানার মরদেহ উদ্ধার করার কথা জানিয়েছেন নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম। তিনি বলেছিলেন, মঙ্গলবার সকালে পূর্বাচল ২ নম্বর সেক্টরে কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের বউরাটেক এলাকার ৪ নম্বর সেতুর নিচে লেক থেকে পুলিশ সুজানা নামের এক তরুণীর লাশ উদ্ধার করে। তার স্বজনদের কাছ থেকে জানতে পারি সুজানার সঙ্গে কাব্য নামে আরেক কিশোর নিখোঁজ রয়েছে। পরে আজ সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় পুলিশ লেকের পানির নিচ থেকে মোটরসাইকেলসহ কাব্যের মরদেহ উদ্ধার করে।


বিজ্ঞাপন


এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর