বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ইমাম ও মুয়াজ্জিন নিহত

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ পিএম

শেয়ার করুন:

loading/img

টাঙ্গাইলের মধুপুরে পিকআপ ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইমাম ও মোয়াজ্জেম নিহত হয়েছেন।

বুধবার (১৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পাহাড়ি বনাঞ্চলের টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কাকরাইদের বড়বাইদ এলাকায় এই ঘটনা ঘ‌টে।


বিজ্ঞাপন


thumbnail_IMG_20241218_115013

নিহতরা হলেন- শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার শালুচড়া গ্রামের জালাল উদ্দীনের ছেলে হাবিবুর রহমান (২০) এবং টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মুরাদপট্টী চুয়ালীপাড়া গ্রামের মুহাম্মদ শহীদুল শিকদারের ছেলে হাফেজ হাসান সিরাজী (১৮)।

তারা দু’জনেই উপজেলার বড়বাইদ এলাকার জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমাদিয়া দাওরায়ে হাদিস মাদরাসা ও এতিমখানা প্রথম বর্ষের ছাত্র এবং স্থানীয় কাকরাইদ রামকৃষ্ণ বাড়ি মসজিদে হাবিবুর রহমান ইমামতি ও হাসান সিরাজী মুয়াজ্জিনের দায়িত্বে ছিলেন।

আরও পড়ুন

ইজতেমা ময়দানে তাবলিগের দুপক্ষে সংঘর্ষে প্রাণহানি বেড়ে ৩

স্থানীয়রা জানায়, তারা দু’জন মাদরাসার ছাত্র। পড়া‌শোনার পাশাপা‌শি কাকরাইদ রামকৃষ্ণ বা‌ড়ি মস‌জি‌দে ইমাম‌তি ও মোয়া‌জ্জি‌নের দা‌য়িত্ব পালন কর‌তেন। ভো‌রে মস‌জি‌দে আজান দেওয়ার জন‌্য মাদরাসা থে‌কে তার মোটরসাইকেল‌যো‌গে মসজিদের দি‌কে যা‌চ্ছিল।

এসময় ময়মনসিংহ থেকে থে‌কে আসা পিকআপের সঙ্গে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকে‌লে থাকা মোয়া‌জ্জিন ও ইমাম গুরুত্ব‌র আহত হয়। ‌প‌রে তাদের উদ্ধার ক‌রে ময়মন‌সিংহ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নেওয়ার প‌থে তা‌দের মৃত্যু হয়।

IMG-20241218-WA0009

এ ব্যাপারে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবীর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সংঘ‌র্ষে গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মন‌সিংহ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নেওয়ার সময় প‌থে তা‌দের মৃত্যু হয়। এ ঘটনায় পিকআপ জব্দ করা হলেও চালক পা‌লি‌য়ে‌ছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর