মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

সিলেটে ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৪, ১১:৩৬ এএম

শেয়ার করুন:

loading/img

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) উপজেলার পৌর এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার দু’জন হলেন- গোলাপগঞ্জ পৌর এলাকার টিকরবাড়ি গ্রামের মৃত তবারক আলীর ছেলে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ (৩৫) ও তার ভাই পৌর ছাত্রলীগ নেতা নাঈম আহমদ (২৫)।

আরও পড়ুন

শহীদ মিনারে ফুল দিতে গিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩ নেতা গ্রেফতার

জানা গেছে, মঙ্গলবার ভোরে গোলাপগঞ্জ গ্যাস ফিল্ড আর্মি ক্যাম্পের সদস্যরা ও গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে আসামিদের পৌর এলাকা থেকে গ্রেফতার করে। আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি কার্যক্রম শেষে গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করে। আসামি নাইমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় মামলা রয়েছে। এ ছাড়া হোসাইনের বিরুদ্ধেও হামলার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মনিরুজ্জামান মোল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার দুই ভাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন