শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৯:১২ এএম

শেয়ার করুন:

loading/img

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের ধাক্কায় সোহেল রানা নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহত সোহেল রানা (৩২) উপজেলার জোংড়া ইউনিয়নের মোমিনপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সাত্তারের ছেলে। তিনি জোংড়া ইউনিয়নের মোমিনপুর বাঁশকাটা মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে জোংড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেল ৩টার দিকে মোটরসাইকেলে করে পাটগ্রাম উপজেলা থেকে নিজ বাড়ি জোংড়ার দিকে   যাচ্ছিলেন সোহেল রানা। পথিমধ্যে তিনি লালমনিরহাট- বুড়িমারী মহাসড়কের মির্জারকোট মডেল মসজিদ এলাকার সামনে আসলে মোটরসাইকেলটিকে বুড়িমারী  থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এসময় সোহেল রানা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।


বিজ্ঞাপন


এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, দুর্ঘটনায় একজন মৃত্যুর খবর শুনেছি। এটি হাতীবান্ধার বড়খাতা হাইওয়ে থানা পুলিশ প্রয়োজনীয় খোঁজ-খবর রাখছেন।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম মোটরসাইকেল দুর্ঘটনায় সোহেল রানার নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন