বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

নরসিংদীতে পৃথক ট্রেনে কাটা পড়ে নিহত ২

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৮:০১ পিএম

শেয়ার করুন:

loading/img

নরসিংদীর রায়পুরা ও পলাশে ট্রেনে কাটা পড়ে বাবুল মিয়া (৪৫) এবং লিপি বেগম (৫০) নামে দু’জন নিহত হয়েছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) রাতে রায়পুরার হাঁটুভাঙ্গায় ও আজ মঙ্গলবার সকালে পলাশের ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত বাবুল মিয়া রায়পুরার হাঁটুভাঙ্গার মধ্যপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে এবং লিপি বেগম পলাশের ঘোড়াশালের রেলওয়ে বস্তি এলাকার মৃত ফয়জুদ্দীনের।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে রেললাইন ধরে হেঁটে চলার সময় কিশোরগঞ্জগামী আন্তঃনগর এগারোসিন্দুর গোধূলি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন বাবুল মিয়া।

আরও পড়ুন

জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের ঘুষিতে এক ব্যক্তির মৃত্যু

এদিকে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে রেললাইন ধরে অসতর্কতা বসত হাঁটার সময় ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর এগারো সিন্দুর ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় লিপি বেগমের। 


বিজ্ঞাপন


খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে। পরে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে তাদের লাশ হস্তান্তর করা হয়।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. শহীদুল্লাহ জানান, পৃথক ঘটনায় রায়পুরা ও পলাশে দু’জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনার প্রত্যক্ষদর্শী থাকায় এবং স্বজনদের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে তাদের লাশ হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর