মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

ধানখেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৩ পিএম

শেয়ার করুন:

loading/img

শেরপুরের নালিতাবাড়ীর রসাইতলা শিংমারী এলাকায় ধানখেত থেকে আবু বক্কর সিদ্দীক (৬২) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তিনি পার্শ্ববর্তী পলাশীয়া গ্রামের তমিজ উদ্দিনের ছেলে।


বিজ্ঞাপন


পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে শেরপুরের নালিতাবাড়ীর রসাইতলা শিংমারী এলাকায় একটি ধানখেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে একটি বিষের বোতল উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন

জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের ঘুষিতে এক ব্যক্তির মৃত্যু

সহকারী পুলিশ সুপার (সার্কেল নালিতাবাড়ী) দিদারুল আলম বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন