মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে ড্রাম ট্রাকের ধাক্কায় দিলরুবা পারভীন (৫০) নামের এক নারী নিহত হয়েছেন।
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরের দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ছাতিয়ান হাওড়াপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত দিলরুবা পারভীন সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামের সাজ্জাদুর রহমানের স্ত্রী।
গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাঈল এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত দিলরুবা পারভীনের স্বামী সাজ্জাদুর রহমান জানান, তিনি মোটরসাইকেলযোগে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে মেয়ে-জামাইয়ের বাড়িতে বেড়ানোর উদ্দেশে গাংনী উপজেলার পুরাতন মটমুড়া গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ছাতিয়ান হাওড়াপাড়া মোড় এলাকায় পৌঁছালে দ্রুত গতিতে আসা একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের পেছন থেকে দিলরুবা পারভীন ডান পাশে পাকা সড়কের ওপর সিটকে পড়লে ড্রাম ট্রাকের চাপায় তার মাথা পিষ্ট হয়ে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সাজ্জাদুর রহমান প্রাণে বেঁচে যায়। এদিকে দুর্ঘটনার পরপরই ড্রাম ট্রাকচালক ট্রাকটি নিয়ে পালিয়ে যান।
গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, ড্রাম ট্রাকের ধাক্কায় দিলরুবা পারভীন নামের এক নারীর মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
প্রতিনিধি/এসএস