রাজশাহীর পুঠিয়ায় হত্যা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার রামজীবনপুর ও শাহবাজপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার দুই নেতা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক (৫৭) এবং স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামজীবনপুর এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে গোলাম ফারুককে গ্রেফতার করা হয়। এছাড়া একই সময়ে পুঠিয়ার শাহবাজপুর থেকে জুলফিকার আলি নামের একজন ওয়ার্ড সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। শ্রমিকদল নেতা নুরুল ইসলাম হত্যাসহ গাড়ি ভাঙচুর ও নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে মানুষের জানমালের ক্ষতি করার অপরাধে তাদের গ্রেফতার করা হয়েছে।
বিজ্ঞাপন
পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন, গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে তোলা হবে।
প্রতিনিধি/এসএস