বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

নিখোঁজের একদিন পর হাওরে মিললো যুবকের লাশ 

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৪ এএম

শেয়ার করুন:

loading/img

সিলেটের কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর ধানের জমি থেকে আতাউর রহমান আতাই (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১৪ ডিসেম্বর) বিকালে বিলের খড় হাওরে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে নিহতের সুরতহাল প্রস্তুতি শেষে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।


বিজ্ঞাপন


তিনি কোম্পানীগঞ্জের ইছাকলস ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম পুটামারা গ্রামের মৃত বশির মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে পুটামারা বাজারে যান আতাই। এরপর আর বাড়ি ফেরেননি। 

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডটি পরিকল্পিত। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। তবে তাকে কী কারণে হত্যা করা হয়েছে- তা তদন্ত করছে পুলিশ।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন