বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ঢাকা

নাটোরে ট্রেনের ধাক্কায় নিহত ১

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৫১ পিএম

শেয়ার করুন:

loading/img

নাটোরের নলডাঙ্গায় বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আজাদ প্রামানিক (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে নলডাঙ্গা উপজেলার কুঁচিয়ামারা ব্রিজে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত আমজাদ প্রামানিক উপজেলার পূর্ব মাধনগর এলাকার মৃত আবেদ প্রামাণিকের ছেলে।

আরও পড়ুন

নীলফামারীতে পুকুরে মিলল অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে আজাদ প্রামানিক নিজ বাড়ি থেকে পায়ে হেঁটে রেললাইন হয়ে বিরকুৎসা যাচ্ছিলেন। এসময় নলডাঙ্গা উপজেলার মাধনগর-বিরকুৎসা রেলওয়ে স্টেশনের মাঝে কুচিয়ামারা ব্রিজ পারাপারের সময় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটী আগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব্রিজের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মাধনগর রেলস্টেশন মাস্টার মো. মোমিন উদ্দিন বিষয়টি করে বলেন, খবর পেয়ে বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন