সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফেনীতে নাশিত হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:০৯ পিএম

শেয়ার করুন:

ফেনীতে নাশিত হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

ফেনীতে আহনাফ আল মাঈন নাশিত (১০) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরের দিকে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে নিহত নাশিতের এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।


বিজ্ঞাপন


এতে নাশিতের ফেনী গ্রামার স্কুল, জিয়া একাডেমি স্কুল এবং ফেনী বিদ্যা নিকেতন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।

মানববন্ধনে ফেনী গ্রামার স্কুলের প্রধান শিক্ষক ডাক্তার রাজিয়া সুলতানা বলেন, নাশিত আমাদের স্কুলের ৪র্থ শ্রেণিতে পড়তো। রোববার (৮ ডিসেম্বর) বিকেলে শহরের আতিকুল আলম সড়কের একটি কোচিং সেন্টার থেকে বাসায় ফেরার পথে তাকে খুনিরা তুলে নিয়ে তার বাবার কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে তাকে গলাচিপে হত্যা করে লাশ গুম করতে স্কুল ব্যাগে পাথর বোঝাই করে ডোবায় চাপা দেয়। আমরা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

আরও পড়ুন

বিটিএস আসক্ত মাদরাসার ২ ছাত্রী নিখোঁজ

নিহত নাশিতের স্কুলের সহকারী শিক্ষক আয়েশা আক্তার বলেন, শহরের আতিকুল আলম সড়কের একটি বাসায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতো নাশিত। ১০ বছর বয়সী শান্ত-সৃষ্ট নিরপরাধ বাচ্চাটিকে যারা হত্যা করেছে তাদের বিচারের দাবিতে আমরা শিক্ষার্থীদের নিয়ে এখানে মানববন্ধন করছি। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেব।


বিজ্ঞাপন


thumbnail_20241214_122102

এর আগে ৮ ডিসেম্বর শিশু  নাশিতকে অপহরণ করে সংঘবদ্ধ একটি চক্র। ১১ ডিসেম্বর এ ঘটনায় ৩ যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরে তাদের দেখানো স্থান শহরতলীর নির্জন এলাকা দেওয়ানগঞ্জ রেল লাইনের পাশে একটি ডোবা থেকে নাশিতের মরদেহ উদ্ধার করা হয়। নাশিত ফেনী শহরের স্বাস্থ্যসেবা ব্যবসায়ী এবং রেডক্রিসেন্ট কর্মচারী মাঈন উদ্দিন সোহাগের ছেলে।

পুলিশ এ পর্যন্ত নাশিত হত্যায় জড়িত থাকার অভিযোগে আশ্রাফ হোসেন তুষার (২০), মোবারক হোসেন ওয়াসিম (২০) ও ওমর ফারুক রিপাত (২০) নামের ৩ যুবককে গ্রেফতার করেছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর