শহিদ বুদ্ধিজীবী দিবসে শহিদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইসলামি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ইবিসাস)।
শনিবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ স্মৃতিসৌধের বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে সংগঠনটির সদস্যরা।
বিজ্ঞাপন
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সভাপতি শাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক তাজমুল জায়িম, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব রিফাত, অর্থ সম্পাদক মুতাছিম বিল্লাহ রিয়াদ, কার্যনির্বাহী সদস্য জুয়েল রানা ও মোর্শেদ মামুন। এছাড়াও সংগঠনটির সদস্য আনিসুর রহমান ও অন্যান্য সহযোগী সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে, শনিবার সকাল ১০টার দিকে প্রশাসন ভবন ও আবাসিক হলগুলোর সামনে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে প্রশাসন ভবনের সামনে থেকে একটি শোক র্যালি শুরু হয়ে শহিদ স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বক্তব্য দেন।
এসময় উপস্থিত ছিলেন প্রক্টর ড. মোহাম্মদ শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. এবিএম সিদ্দিকুর রহমান আশ্রাফী, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুরুল হক, ইইই বিভাগের সিনিয়র অধ্যাপক ড. মোহাম্মদ নজীবুল হকসহ বিভিন্ন হল প্রাধ্যক্ষ ও বিভাগের শিক্ষকরা।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, প্রক্টর অফিস, জিয়া পরিষদ, আবাসিক হলসমূহ, বিভিন্ন বিভাগ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন, ছাত্র দলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও আত্মার শান্তি কামনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম আশরাফ উদ্দিন খান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
প্রতিনিধি/এসএস