শরীয়তপুরের ডামুড্যায় অভিযান চালিয়ে ১টি অবৈধ ইটভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার পূর্ব ডামুড্যা নামক জায়গায় মেসার্স পাইক (হাওলাদার) ব্রিক্স নামক ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল মালেক।
বিজ্ঞাপন
এসময় ফায়ার সার্ভিসের সহযোগিতায় ভাটার আগুন নিভিয়ে এবং এক্সেভেটর দিয়ে কিলন ভেঙে ইটভাটাটি বন্ধ করে দেন এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৯ অনুসরণে দুই লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করেন। এতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদফতর শরীয়তপুরের সহকারী পরিচালক মো. রাসেল নোমান।
এ বিষয়ে জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. রাসেল নোমান জানান, পরিবেশ দূষণ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকাসহ নানা অভিযোগে ইটভাটাটিতে অভিযান পরিচালনা করা হয়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় ভাটার আগুন নিভিয়ে এক্সেভেটর দিয়ে কিলন ভেঙে ইটভাটাটি বন্ধ করে দেওয়া হয় এবং দুই লাখ টাকা জরিমানা করা হয়।
এসময়ে ভ্রাম্যমাণ আদালতে ফায়ার সার্ভিস, ডামুড্যা থানার পুলিশ সদস্য, পরিবেশ অধিদফতর শরীয়তপুরের সব সদস্য উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এসএস