শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

শরীয়তপুরে অবৈধ ইটভাটায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:১৬ পিএম

শেয়ার করুন:

loading/img

শরীয়তপুরের ডামুড্যায় অভিযান চালিয়ে ১টি অবৈধ ইটভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার পূর্ব ডামুড্যা নামক জায়গায় মেসার্স পাইক (হাওলাদার) ব্রিক্স নামক ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল মালেক।


বিজ্ঞাপন


thumbnail_1000119352

এসময় ফায়ার সার্ভিসের সহযোগিতায় ভাটার আগুন নিভিয়ে এবং এক্সেভেটর দিয়ে কিলন ভেঙে ইটভাটাটি বন্ধ করে দেন এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন  ২০১৯ অনুসরণে দুই লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করেন। এতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদফতর শরীয়তপুরের সহকারী পরিচালক মো. রাসেল নোমান।

thumbnail_1000119326

আরও পড়ুন

বগুড়ায় কারাবন্দি চার আ.লীগ নেতার মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

এ বিষয়ে জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. রাসেল নোমান জানান, পরিবেশ দূষণ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকাসহ নানা অভিযোগে ইটভাটাটিতে অভিযান পরিচালনা করা হয়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় ভাটার আগুন নিভিয়ে এক্সেভেটর দিয়ে কিলন ভেঙে ইটভাটাটি বন্ধ করে দেওয়া হয় এবং দুই লাখ টাকা জরিমানা করা হয়।

thumbnail_1000119350

এসময়ে ভ্রাম্যমাণ আদালতে ফায়ার সার্ভিস, ডামুড্যা থানার পুলিশ সদস্য, পরিবেশ অধিদফতর শরীয়তপুরের সব সদস্য উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন