মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

শ্বশুর বাড়িতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসী জামাইয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৪:১১ পিএম

শেয়ার করুন:

loading/img

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফজলুল হক (৪৫) নামের এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার বড়চওনা এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ফজলুল হক উপজেলার শ্রীপুর এলাকার মো. ওসমান মিয়ার ছেলে।

স্থানীয় ও প্রতিবেশীরা জানান, শ্বশুর বাড়িতে বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে যায় ফজলুল হক। মাছ ধরার একপর্যায়ে বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।

আরও পড়ুন

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ২

এরপর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


উপজেলা স্বাস্থ্যকমপ্লক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. শামসুল আলম জানান, হাসপাতালে আনার আগে ওই প্রবাসীর মৃত্যু হয়েছে। পরে তার স্বজনরা মরদেহ নিয়ে যান।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর