বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

৬ ঘণ্টায়ও চালু হয়নি পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৪, ১০:৩৫ এএম

শেয়ার করুন:

loading/img

ঘন কুয়াশার কারণে ৬ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকলেও পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ পথের ফেরি চলাচল এখনও চালু হয়নি। ঘাট কর্তৃপক্ষ বলছেন, কৃয়াশা কেটে নৌপথ স্পষ্ট দেখা যাওয়ার সঙ্গে সঙ্গেই ফেরি চলাচল শুরু হয়ে যাবে। এ ঘটনায় ঘাট এলাকায় শতাধীক যানবাহনসহ যাত্রীরা পারের অপেক্ষায়। প্রচন্ড শীতে চরম দুর্ভোগে পরেছেন যাত্রী ও চালকেরা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর রাত তিনটার দিকে ঘন কুয়াশায় ফেরি চলাচলের নৌপথ অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখে। সকাল নয়টা পর্যন্ত ফেরি চলাচল শুরু হয়নি।


বিজ্ঞাপন


এই বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ম্যানেজার আবু-আব্দুলা।

তিনি জানান, গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে পদ্মা, যমুনা নদীতে কৃয়াশা পড়তে শুরু করে। মধ্য রাতের পর ঘন কুয়াশায় ফেরির মাকিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। সে জন্য নৌ রুটের  দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাটের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

এর মধ্য কুয়াশার কারনে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝ নদীতে আটকা পরা ফেরি দুটি পাড়ে ভিড়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, কুয়াশার ঘনত্ব কমতে শুরু করছে। আশা করছি ১ থেকে ২ ঘন্টার মধ্যে ফেরি চলাচল করার সম্ভাবনা রয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর