যশোরের মনিরামপুরে সড়কের পাশ থেকে জহিরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার দূর্বাডাঙ্গা-কোনাকোলা সড়কের পাশ থেকে লাশ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
নিহত ব্যবসায়ী জহিরুল ইসলামের শরীরে একাধিক জখমসহ রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
জহিরুল ইসলাম পার্শ্ববর্তী গোবিন্দপুর গ্রামের খোরশেদ সানার ছেলে। তিনি স্যানিটারি ব্যবসায়ী ছিলেন। কোনাকোলা বাজারে তার একটি স্যানিটারি পার্টসের দোকান রয়েছে।
স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জহিরুল ইসলাম গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে তার মোটরসাইকেলযোগে কোনাকোলা বাজারে নিজের স্যানেটারির দোকানে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে কেউ তাকে কুপিয়ে হত্যা করে সড়কের পাশে ফেলে রেখে গেছে। নিহতে মুখমণ্ডলসহ শরীরের বিভিন্নস্থানে একাধিক জখমের চিহ্ন রয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, জহিরুল ইসলাম নামে একজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যাকাণ্ড। এ বিষয়ে তদন্ত চলছে। নিহতের লাশ থানায় এনে সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
প্রতিনিধি/এসএস