চাঁপাইনবাবগঞ্জের পৌর যুব মহিলা লীগের সভাপতি জুই আক্তারকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে পৌর এলাকার হুজরাপুর মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
গ্রেফতার জুই আক্তার হচ্ছেন যুবলীগ নেতা শহীদের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দীন।
তিনি জানান, পৌর যুব মহিলা লীগের সভাপতিকে রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার সকালে প্রশাসন আয়োজিত দুর্নীতিবিরোধী মানববন্ধনে অংশগ্রহণ করেন জুই আক্তার। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। এরপর মঙ্গলবার বিকেলে পুলিশ তাকে গ্রেফতার করে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ

