খাগড়াছড়ি-পানছড়ি উপজেলা সড়ক দ্রুত সংস্কার বা পুনঃ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে পানছড়ি উপজেলা সর্বসাধারণ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মো. আল আমিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইউসুফ আদনান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার, পানছড়ি বাজার সমিতির সম্পাদক মোফাজ্জল হোসেন, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, খাগড়াছড়ি প্রেস ক্লাবের দফতর সম্পাদক রফিকুল ইসলাম, খাগড়াছড়ি প্রেস ক্লাবের অর্থ সম্পাদক রিপন সরকার, পানছড়ি বাজার সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদ হোসেন সুমন, ছাত্র সমন্বয়ক মনির হোসেন প্রমুখ।
বিজ্ঞাপন
মানববন্ধনে বক্তারা বলেন, পানছড়ি সড়কটি দ্রুত নির্মাণ করতে নতুন টেন্ডার করে সড়কটি সংস্কারের জন্য দাবি জানায়। আগামী এক মাসের মধ্যে যদি সড়কের কাজ শুরু না হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি পালন করব।
২০২২ সালে আদম শুমারি অনুযায়ে পানছড়ি উপজেলাতে ৭০ হাজার মানুষ বসবাস করছে। এক মাত্র সড়কটি ভাঙ্গাচোরা অবস্থায় পড়ে থাকায় ১৫ বছর ধরে পানছড়ি উপজেলার মানুষগুলো দুর্ভোগে পড়ছে বলে বক্তারা জানান।
প্রতিনিধি/এজে