মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

শেরপুরে ভারতীয় কম্বলসহ ২ কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬:২৮ পিএম

শেয়ার করুন:

শেরপুরে ভারতীয় কম্বলসহ ২ কারবারি গ্রেফতার

শেরপুরের গারো পাহাড়ের নালিতাবাড়ী হতে ট্রাকভর্তি ভারতীয় কম্বলসহ দুই কারবারিকে গ্রেফতার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

সোমবার (৯ ডিসেম্বর) ভোরে নালিতাবাড়ী উপজেলার সমশ্চুড়া কালিস্থান এলাকা তাদের গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


কারবারিরা হলেন- নালিতাবাড়ি উপজেলার সমশ্চুড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে চাঁন মিয়া (৪২) ও শেরপুর সদর উপজেলার ভাতশালা গ্রামের বিশু মিয়ার ছেলে সোহেল মিয়া (৩০)।

আরও পড়ুন

জয়পুরহাটে ৫৯ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নালিতাবাড়ীর ভারত সীমান্তঘেঁষা পশ্চিম সমশ্চুড়া কালিস্থান এলাকায় ভোরে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার আব্দুস সবুর। এসময় চোরাই পথে আনা ৫৬ পিস ভারতীয় কম্বলসহ গ্রেফতার করা হয়। একই সঙ্গে কম্বল পরিবহনের কাজে ব্যবহৃত ড্রাম ট্রাকটিও জব্দ করা হয়।

বিজিবি হলদ্রিগাম ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়াল জানান, জব্দ করা মালামালসহ গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে নালিতাবাড়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর