শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

গাজীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা-মেয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৪, ০২:২০ পিএম

শেয়ার করুন:

loading/img

গাজীপুরের শ্রীপুরের সাত খামাইর এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা-মেয়ের মৃত্যুর ঘটনা ঘটছে। পারিবারিক কলহের জেরে সন্তানকে নিয়ে ওই নারী আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা স্থানীয়দের।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাতখামাইর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মের উত্তর পাশে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহতরা হলেন, জেলার টাঙাবর গ্রামের রাসেল মিয়ার স্ত্রী নাসরিন আক্তার ও তার ১১ মাস বয়সী শিশু  রওজাতুল জান্নাত। নাসরিন আক্তার স্বামীর সঙ্গে শ্রীপুরে ভাড়া থাকতেন।

thumbnail_IMG-20241209-WA0009

স্থানীয়রা জানান, সকাল থেকেই নাসরিন আক্তার তার শিশুসহ সাতখামাইর আমতলা এলাকায় রেললাইনের পাশে বসা ছিলেন। মোবাইল ফোনে দীর্ঘ সময় কথা বলে কারও সঙ্গে ঝগড়া করেন। সকাল সাড়ে দশটার দিকে ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ট্রেন সাতখামাইর স্টেশনে আসার পূর্ব মুহূর্তে তিনি শিশুসহ ট্রেনের নিচে ঝাপ দেন। এতে ঘটনাস্থলেই মারা যান নাসরীন। আহত শিশুকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে মারা যান শিশু রওজাতুল জান্নাত। পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছেন বলে ধারণা তাদের।

আরও পড়ুন

নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার ছাইদুর রহমান বলেন, সকাল সাড়ে দশটার দিকে মহুয়া এক্সপ্রেস ট্রেন শ্রীপুর থেকে ময়মনসিংহের দিকে যাওয়ার পর  সাতখামাইর এলাকায় ট্রেনের ধাক্কায় নারী শিশুর হতাহতের ঘটনা ঘটে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

thumbnail_IMG-20241209-WA0007

জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়ির ইনচার্জ সেতাফুর রহমান বলেন, ট্রেনের ধাক্কায় এক নারী নিহতের খবর পেয়েছি। বিস্তারিত জানতে খোঁজ খবর নেয়া হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর