সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শৈলকুপায় সাংবাদিক মিল্টনের ওপর সন্ত্রাসীদের হামলা

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৪, ১০:০৫ পিএম

শেয়ার করুন:

শৈলকুপায় সাংবাদিক মিল্টনের ওপর সন্ত্রাসীদের হামলা

ঝিনাইদহের শৈলকুপায় সাংবাদিক আব্দুর রহমান মিল্টনের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

রোববার (৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে শৈলকুপার নতুন বাজারে বিএনপির পার্টি অফিসের পাশ থেকে এ হামলার ঘটনা ঘটে।  


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারীরা সাংবাদিক আব্দুর রহমান মিল্টনকে লাঠিসোঁটা, লোহার রড ও হাতুড়ি দিয়ে বেধড়ক মারপিট করে। তখন ভুক্তভোগী ব্যক্তি দু’পা, হাঁটু, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ আহত সাংবাদিক মিল্টনের খোঁজ-খবর নিয়েছেন এবং হামলাকারীদের গ্রেফতারের আশ্বাস দিয়েছেন।

 এ ঘটনার নিন্দা জানিয়েছে ঝিনাইদহ ও শৈলকুপার বিভিন্ন সাংবাদিক সংগঠন।

শেষ খবর পাওয়া পর্যন্ত এ হামলার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান শৈলকূপা থানার ওসি মাসুম খান।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর