সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লালমনিরহাটে ৪৫০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি, লালমনিরহাট 
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:০৮ পিএম

শেয়ার করুন:

লালমনিরহাটে ৪৫০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

লালমনিরহাটের কালীগঞ্জে অভিযান চালিয়ে ৪৫০ বোতল ফেনসিডিলসহ এক কারবারিকে আটক করেছে পুলিশ।

শনিবার (৭ ডিসেম্বর) রাতে কালীগঞ্জ উপজেলার সেবকদাস এলাকার মাদক কারবারি খগেন রায়ের (৪০) বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 


বিজ্ঞাপন


পরে তার ভাই মৃনালের বাড়ির গাছের নিচে লুকানো ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। আটক খগেন কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের সেবকদাস এলাকার অক্ষয় মোল্লার ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আটক খগেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে দীর্ঘ দিন ধরে তিনি লালমনিরহাট সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছেন। গ্রেফতার আসামির বিরুদ্ধে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে বলেও তিনি জানান। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর