ভূমি উন্নয়ন কর সেবা বন্ধ থাকায় পিরোজপুরের ইন্দুরকানীতে ভোগান্তিতে পড়েছেন উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা। গত ২৫ নভেম্বর থেকে এই উপজেলায় গ্রাহকরা কোনও ভূমি উন্নয়ন কর দিতে পারছেন না বলে জানা গেছে। ফলে জমি রেজিস্ট্রি, ব্যাংক লোন, রাজস্ব আয় ও মিউটিশনসহ বিভিন্ন কর্মকান্ড ব্যাহত হচ্ছে।
ভুক্তভোগী আব্দুর রহমান বলেন, আমার ছেলে বিদেশে যাবে। এজন্য জমি বিক্রি করতে চাই। কিন্তু ভূমি উন্নয়ন কর দিতে পারছি না। ইন্দুরকানী সাব-রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রি করছে না। যার কারণে আমার ছেলের বিদেশে যাওয়া আটকে আছে।
বিজ্ঞাপন
আরেক ভুক্তভোগী লাভলী জানান, আমার স্বামী দীর্ঘদিন যাবৎ অসুস্থ রয়েছে। তার চিকিৎসার জন্য জরুরি টাকার প্রয়োজন। জমি বিক্রি করে সেই টাকা দিয়ে চিকিৎসা করার কথা হলেও ভূমি উন্নয়ন কর না দিতে পারায় তা সম্ভব হচ্ছে না।
ইন্দুরকানী সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত মধু জানান, হালনাগাদ ভূমি উন্নয়ন কর না থাকার কারণে আমরা রেজিস্ট্রি করতে পারছি না। যার ফলে রাজস্ব আয় হচ্ছে না।
বালিপাড়া ভূমি অফিসের কর্মরত তহসিলদার রিয়াজ জানান, নভেম্বরের ২৫ তারিখ থেকে নতুন সফটওয়্যার কাজ চলছে। এ কারণে অনলাইনের কার্যক্রম স্থগিত হয়ে আছে। বিগত দিনে কাগজে-কলমে রিসিট দেওয়া হতো। বর্তমানে অনলাইনভিত্তিক হওয়ার কারণে এখন তা সম্ভব না।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আল-আমীন জানান, কয়েকদিন যাবৎ ভূমি উন্নয়ন করের সফটওয়্যারের কাজ চলমান থাকায় কার্যক্রম বন্ধ রয়েছে। সমস্যাটি শুধু আমাদের এলাকায় নয়। আশা করি খুব শীঘ্রই সেবাটি চালু হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এমএইচটি