শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

বাংলার মানুষ একটি বৈষম্যহীন রাষ্ট্র চায়: মাসুদ সাঈদী

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৯ পিএম

শেয়ার করুন:

loading/img

জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, বাংলার মানুষ চায় একটি নীতি-নৈতিকতাপূর্ণ রাষ্ট্র, বৈষম্যহীন রাষ্ট্র। বাংলার মানুষ চায় যেখানে গরীব, দুঃখী, মেহনতি মানুষ সবাই এক কাতারে থাকতে পারবে। যেখানে কেউ অনাহার থাকবে না, ঘরে ঘরে চাকরি থাকবে। যেখানে মানুষ খেয়ে-পরে বাঁচতে পারবে। বাংলার মানুষ এমন একটি রাষ্ট্র চায়। সেই রাষ্ট্র কীভাবে আসবে? কীভাবে গঠিত হবে? ১৯৭১ থেকে ২০২৪ সালের মধ্যে ১৯৯০ সালে আমাদের স্বৈরাচারবিরোধী আন্দোলন, ৯৬ সালেও আমাদের আন্দোলন করতে হয়েছে। ২০০১ সালে ওই ফ্যাসিস্ট আ.লীগকে সরাতে আন্দোলন করতে হয়েছে। ২০০৭ থেকে ২০০৯ সালে আমাদের ঘাড়ের ওপরে চাপিয়ে দেওয়া ওয়ান-ইলেভেনের সরকারবিরোধী আন্দোলন করতে হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুরের নাজিরপুর উপজেলা শাখার ৮নং শ্রীরামকাঠী ইউনিয়নের স্থানীয় বন্দর বাজার মাঠে আয়োজিত গণসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন।


বিজ্ঞাপন


মাসুদ সাঈদী বলেন, ২০১৪ সালে আমাদের ভোটের জন্য আন্দোলন করতে হয়েছে। ২০১৮ সালে আমাদের ভাতের জন্য আন্দোলন করতে হয়েছে। সর্বশেষ ২০২৪ সাল ব্যাপক রক্তক্ষয়ীর মাধ্যমে আমাদের ভোটের অধিকার, মানবাধিকার, ভাতের অধিকারের জন্য আন্দোলন করতে হয়েছে। তাহলে আমরা আর কতকাল রক্ত দেব, আর কতকাল আমাদের মধ্যে সংঘর্ষ হবে, আর কতকাল বাংলাদেশিরা বিভাজনের রাজনীতি করবে। আমরা বিভাজনের রাজনীতি চাই না। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলমান বাংলাদেশের নাগরিক। আর আমরা সবাই বাংলাদেশের নাগরিক হিসেবে একসঙ্গে বাস করতে চাই। আমরা আর কোনও রক্ত ঝরাতে চাই না। কিন্তু একটি বৈষম্যবিরোধী রাষ্ট্র আমরা কীভাবে পাব?

জামায়াতের এই নেতা বলেন, ৫৩ বছরে অনেক রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিকে আপনারা পরীক্ষা করেছেন। অনেক নেতাকে আপনারা রাষ্ট্র ক্ষমতায় পাঠিয়েছেন বিনিময়ে আপনারা কী পেয়েছেন? বিনিময়ে আপনারা পেয়েছেন কানাডায় বেগমপাড়ায় বাড়ি। ১৯৭১ থেকে ২০২৪ সাল ভোট দিয়ে আপনারা যাদের ক্ষমতায় বসিয়েছেন তার ৯৯ ভাগ দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী, ঘুসখোর, ধর্ষণকারী, তাহলে আপনার এই ধরনের লোকদেরকে আর নেতৃত্ব আসনে বসাতে চান?

নাজিরপুর উপজেলার ৮নং শ্রীরামকাঠী ইউনিয়ন সভাপতি কাজী মোসলে উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন সহ-সাংগঠনিক মো. মিরাজ হাওলাদার, উপজেলা শিবিরের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বিশাল গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, পিরোজপুর জেলার নায়েবে আমীর মাওলানা আব্দুর রব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক। গণসমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, নাজিরপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান এড. আবু সাইদ মোল্লা, ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখা সভাপতি শেখ আবু হানিফ প্রমুখ।

প্রতিনিধি/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন