বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

মনোহরদীতে বিএনপির দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৮ পিএম

শেয়ার করুন:

loading/img

নরসিংদীর মনোহরদীতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এসময় ৩টি গাড়ি ভাঙচুর করা হয়।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার চালাকচর বাজারে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


IMG-20241207-WA0008

সংঘর্ষে আহতরা হলেন- ছাত্রদল নেতা মনিরুজ্জামান ছোটন, মিজানুর রহমান, আব্দুল মোতালিব, মোস্তফা হোসেন, আল আমিন, ফাহিম, ফাহিম, রায়হান উদ্দিন শিপন, নাজমুল আলম মিতুল, মুখলেছুর রহমান, আলমগীর হোসেন, আকাশ। আহতদের মাঝে ফাহিমের অবস্থা গুরুতর থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

শৈলকুপায় আ.লীগের দুই পক্ষে সংঘর্ষে নারীসহ আহত ৬

জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক লে.কর্নেল জয়নুল আবেদীন নেতা-কর্মীদের নিয়ে চালাকচর বাজারে গণসংযোগ করার সময় সাবেক সংসদ সদস্য সর্দার সাখাওয়াত হোসেন বকুলের নেতাকর্মীরা বাধা দেয়। এসময় দুই পক্ষের নেতা-কর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। এসময় জয়নুল আবেদীনের গাড়িসহ আরও অন্তত ৩টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।


বিজ্ঞাপন


এ বিষয়ে জানতে চাইলে মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য সর্দার সাখাওয়াত হোসেন বকুল জানান, এ বিষয়ে এখনও আমি তেমন কিছু জানি না।

IMG-20241207-WA0010

ঘটনার বিষয়ে জানার জন্য লে.কর্নেল জয়নুল আবেদীন জানান, চালাকচর বাজারে আমার শান্তিপূর্ণ গণসংযোগে কিছু উচ্ছৃঙ্খল যুবক আমার গাড়ি এবং নেতা-কর্মীদের ওপর হামলা করে। হামলায় আমার গাড়ি ভাঙচুর করা হয় এবং ৫ জন নেতাকর্মী আহত হয়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন জানান, ঘটনার বিষয়ে জানতে পেরে আমি ঘটনাস্থলে গিয়েছি। এবিষয়ে এখনও লিখিত কোনো অভিযোগ পাইনি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর