মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় কৃষকদল নেতাসহ নিহত ২

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৮ এএম

শেয়ার করুন:

গোপালগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরে পৃথক দুর্ঘটনায় কৃষকদল নেতা কবির হোসেন ও অটোরিকশা চালক মো. সোহেল নিহত হয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত কবির লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের গুড়াজি বাড়ির মোহাম্মদ উল্যার ছেলে ও সদর (পূর্ব) উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক। তার মৃত্যুতে জেলা কৃষকদলের সভাপতি মাহবুব আলম মামুন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল শোক প্রকাশ করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, লাহারকান্দিতে দক্ষিণ চাঁদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণের কাজ চলছে। সেখানে ভেকু মেশিন ভাড়া দেন কৃষকদল নেতা কবির হোসেন। শুক্রবার বিকেলে কাজ চলাকালে তিনি ভেকু মেশিনের পেছনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় অসাবধানবশত ভেকু মেশিনের সঙ্গে ধাক্কা লেগে তিনি একটি দেয়ালের চিপায় পড়ে আহত হন। স্থানীয় লোকজন কবিরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল বলেন, কবিরের মৃত্যু দুঃখজনক। আজ শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে রামগতির উপজেলার চরগাজী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল মারা যায়। তিনি অটোরিকশা চালক ও একই গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, সোহেল নিজ বসতঘরের বৈদ্যুতিক মিটার থেকে সংযোগ নিয়ে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে যান। এসময় অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর