বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

আ.লীগের জন্মই হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য: দুলু

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৩২ পিএম

শেয়ার করুন:

loading/img

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগের জন্মই হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য। তাদের দোসরদের কোনোভাবেই ক্ষমা করা যাবে না। এরা হচ্ছে ফেরাউন। এদের কোনোভাবেই ক্ষমা করা যাবে না।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে সিংড়া উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।


বিজ্ঞাপন


রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, নাটোরে সন্ত্রাসী এমপি বিএনপির নেতাকর্মীদের হত্যা, হামলা করে নাটোরের রাজপথ রক্তে রঞ্জিত করেছে। আওয়ামী লীগের জন্মই সন্ত্রাসী দিয়ে। তাদের কাজই সন্ত্রাসী কর্মকাণ্ড করা। দেশে একনায়কতান্ত্রিক রাষ্ট্র কায়েম করার চেষ্টা চালিয়েছিল। দেশের মানুষ তাদের ঘৃণা ভরে প্রত্যাখান করেছে। তারা জোর করে বিনাভোটে টানা চারবার ক্ষমতা দখল করেছে। আওয়ামী লীগ ক্ষমতা রক্ষার জন্যই দেশ প্রেমিক চৌকস সেনা অফিসারদের হত্যাসহ আওয়ামী বিরোধী দেশের সচেতন হাজারও মানুষকে হত্যা ও গুম করেছে।

আরও পড়ুন

মুজিব পরিবারের কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি: বুলু

দুলু আরও বলেন, ভারতে বসে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা গল্প সাজিয়ে প্রচার করছে। ভারতের উগ্র হিন্দুদের আমাদের দেশের বিরুদ্ধে খেপিয়ে তোলার অপচেষ্টা করছে। আওয়ামী লীগের ১৬ বছরের শাসন আমলের চাইতে দেশের হিন্দুরা এখন ভালো আছে শান্তিতে আছে। তাদের প্রতি কোনো অত্যাচার করা হচ্ছে না। মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে আমাদের দেশের হিন্দু-মুসলিম সুসম্পর্ক নষ্ট করার পাঁয়তারা করছে। দেশের মানুষকে তাই সব সময় সচেতন থাকতে হবে। ভেতর বাহির যেকোনো ষড়যন্ত্র হলে দেশের মানুষ দলমত ধর্ম বর্ণ একত্র হয়ে রুখে দিতে হবে।

সিংড়া উপজেলা ভারপ্রাপ্ত বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সভাপতিত্বে এবং সিংড়া উপজেলা পৌর বিএনপির সদস্য সচিব তাইজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন- বিএনপির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য সিংড়া আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর পৌরসভার সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন