রাজশাহীর বাগমারায় একটি পরিত্যক্ত বাসা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে র্যাব।
শুক্রবার (৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়টি জানিয়েছে।
বিজ্ঞাপন
র্যাব জানায়, শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে বাগমারার সুলতানপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল ১৯টি, ধারালো হাসুয়া ১৮টি, ধারালো কুড়াল পাঁচটি, ধারালো বড় ছুরি আটটি, আগ্নেয়াস্ত্র ওয়ান শুটারগান চারটি, চাইনিজ রাইফেলের গুলি দু’রাউন্ড, শর্টগানের রাবার বুলেট এক রাউন্ড এবং হাতবোমা ও ককটেল তৈরির কাজে ব্যবহৃত বিস্ফোরক দ্রব্য গান পাউডার উদ্ধার করেন র্যাব সদস্যরা।
র্যাব আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব: ৫-এর একটি চৌকস দল ওই স্থানে গভীর রাতে অভিযান পরিচালনা করে। এসব সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র বাগমারা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
প্রতিনিধি/ এমইউ