বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

কিশোরগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৪, ০২:১৫ পিএম

শেয়ার করুন:

loading/img

কিশোরগঞ্জের সদর উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই মো. জুলহাস মিয়া (৬০) নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার বত্রিশ এলাকার মৃত আব্দুল গফুর মিয়ার ছেলে।

দীর্ঘ তিন দিন চিকিৎসাধীন থাকার পর আজ শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে তিনি মৃত্যুবরণ করেন।


বিজ্ঞাপন


জানা যায়, ৩ ডিসেম্বর দুপুর দেড়টার দিকে মো. জুলহাস মিয়ার আপন ছোট ভাই মো. রুবেল মিয়া (৩৬) পারিবারিক শত্রুতার জেরে আচমকা তার পেটে ধারাল ছুরি দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় জুলহাস মিয়াকে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিন দিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তিনি মারা যান।

আরও পড়ুন

নাটোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

উল্লেখ্য, বর্ণিত ঘটনার পর স্থানীয় জনতা রুবেল মিয়াকে তাৎক্ষণিক আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ তাকে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় বিজ্ঞ আদালতে উপস্থাপন করলে আদালত তাকে জেলা কারাগারে পাঠায়।

এ ঘটনায় জুলহাস মিয়ার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, পারিবারিক বিরোধ থেকেই এই হত্যাকাণ্ডের সূত্রপাত হতে পারে। ঘটনার তদন্ত চলছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর