খাগড়াছড়িতে ঘরে ঢুকে এক নারীকে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে শহরের রুইখই চৌধুরী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম চুমকি রানী দাশ (৫০)। তিনি এলাকায় তপন কান্তি দাশের স্ত্রী।
বিজ্ঞাপন
এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, সন্ধ্যায় এক নারীর গলা, হাতে ও কানের স্বর্ণালঙ্কার কে বা কারা নিয়ে গেছে। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন। তবে কীভাবে এই হত্যাকাণ্ড হয়েছে, তা এখনও বলতে পারছি না। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছি।
প্রতিনিধি/এমএইচএম