শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

খাগড়াছড়িতে ঘরে ঢুকে নারীকে হত্যা, স্বর্ণালঙ্কার লুট

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৩ এএম

শেয়ার করুন:

loading/img
প্রতীকী ছবি

খাগড়াছড়িতে ঘরে ঢুকে এক নারীকে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে শহরের রুইখই চৌধুরী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম চুমকি রানী দাশ (৫০)। তিনি এলাকায় তপন কান্তি দাশের স্ত্রী।  


বিজ্ঞাপন


আরও পড়ুন

খাগড়াছড়িতে ছাত্রী ধর্ষণ-হত্যার চেষ্টাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, সন্ধ্যায় এক নারীর গলা, হাতে ও কানের স্বর্ণালঙ্কার কে বা কারা নিয়ে গেছে। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন। তবে কীভাবে এই হত্যাকাণ্ড হয়েছে, তা এখনও বলতে পারছি না। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছি।

প্রতিনিধি/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন