বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

নড়াইলে মাদকবিরোধী প্রচারণামূলক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৪, ১০:৫৬ পিএম

শেয়ার করুন:

নড়াইলে মাদকবিরোধী প্রচারণামূলক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 

"ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, "মাদক ছেড়ে খেলতে চল" এ স্লোগানকে সামনে রেখে নড়াইলে মাদকবিরোধী প্রচারণামূলক ফুটবল ম্যাচ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নড়াইলের আয়োজনে জেলার সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়িরডোব মাঠে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নড়াইলের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - এনডিসি মোহাম্মদ জিসান আলী, জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল মান্নান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক দেবাশীষ বাইনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

আয়োজক ও বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে এ প্রচারণামূলক ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। মাদকদ্রব্যের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি এ ধরনের প্রচারণামূলক কর্মসূচি অব্যাহত থাকবে। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর