বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

বশেমুরবিপ্রবির নতুন রেজিস্ট্রার এনামউজ্জামান

জেলা প্রতিনিধি, বশেমুরবিপ্রবি 
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৪, ১০:৩৩ পিএম

শেয়ার করুন:

বশেমুরবিপ্রবির নতুন রেজিস্ট্রার এনামউজ্জামান

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার মো. এনামউজ্জামান। 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্টার মুরাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার মো. এনামউজ্জামানকে অস্থায়ী ভিত্তিতে বশেমুরবিপ্রবির রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, উপরেজিস্ট্রার মুরাদ হোসেনকে সব দায়িত্ব নবনিযুক্ত রেজিস্ট্রারকে বুঝিয়ে দেওয়ার জন্য এবং নবনিযুক্ত রেজিস্ট্রারকে তার দায়িত্ব বুঝে নেওয়ার অনুরোধ করা হয়েছে। 

নবনিযুক্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান বলেন, 'সবাইকে অনেক ধন্যবাদ। আমি সবার কাছে সহযোগিতা চাই দায়িত্ব পালনের জন্য। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার জন্য কাজ করতে চাই। আশা করি সবাই সহযোগিতা করবেন।'

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর