ভারতীয় গণমাধ্যম এবং ধর্মান্ধ রাজনৈতিক কিছু মহলের বাংলাদেশবিরোধী মিথ্যা অপপ্রচার এবং ভারতীয় উগ্রবাদীদের বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টার বিরুদ্ধে রংপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রংপুর জেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। গ্রান্ডহোটেল সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ছালেক প্রেট্রোল পাম্প, প্রেসক্লাব, জাহাজকোম্পানি মোড় হয়ে পুনরায় বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
এতে উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রংপুর জেলা শাখার সভাপতি উত্তম কুমার সাহা, সিনিয়র সহ-সভাপতি সত্য রঞ্জন রায়, সাধারণ সম্পাদক বিপ্লব কুমার রায়, সাংগঠনিক সম্পাদক তপন কুমার রায় এবং রংপুরের অন্যান্য উপজেলার নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিলে একাত্মতা ঘোষণা করেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান লাকু, জেলা যুবদলের আহ্বায়ক নাজমুল ইসলাম নাজ সহ অন্যান্য বিএনপির নেতৃবৃন্দ।
বক্তারা সমাবেশে বলেন, পরাজিত শক্তি আবার ক্ষমতায় ফিরে আসতে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে প্রতিবেশী দেশও এই অপচেষ্টায় জড়িত। তারা আরও বলেন, দেশে কোনো সংখ্যালঘু বা সংখ্যাগুরু নেই, সবাই বাংলাদেশি। দেশের স্বার্থে, জাতীয় পতাকার স্বার্থে আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধ। বাংলাদেশের মানুষের জন্য অযাচিত মাথাব্যথা কেউ সৃষ্টি করতে পারবে না।
প্রতিনিধি/এইউ