দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাহমুদ হাসানসহ তিনজনকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যমগুলো।
বিজ্ঞাপন
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বহিষ্কৃত বাকি দুই নেতা হলেন, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জুবায়ের মাহমুদ ও মেহেন্দিগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা ইউসুফ হোসেন।
কেন্দ্রীয় ছাত্রদল এই তিন নেতাকে বহিষ্কারের কারণ উল্লেখ করেনি বলে জানিয়েছেন বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, সৈয়দ মাহমুদ হাসান ও জুবায়ের মাহমুদকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ইউসুফ হোসেনকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞাপন
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির মঙ্গলবার তাদের বহিষ্কারের অনুমোদন দেন। এরপর ছাত্রদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বহিষ্কৃতদের সঙ্গে সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয় ওই বিজ্ঞপ্তিতে।
প্রতিনিধি/ এমইউ