বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

কুষ্টিয়ায় অত্যাধুনিক বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া 
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৮ পিএম

শেয়ার করুন:

কুষ্টিয়ায় অত্যাধুনিক বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১

কুষ্টিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে অত্যাধুনিক বিদেশি পিস্তল ও গুলিসহ জুয়েল রানা (২৫) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী এলাকা ডিগ্রির চর থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। 


বিজ্ঞাপন


জুয়েল ওই এলাকার জাহাঙ্গির আলমের ছেলে। তিনি চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী।

বুধবার বেলা ১টার সময় বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমান পিএসসি এক প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এসব বিষয় জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে ডিগ্রির চর এলাকায় একটি অস্ত্রের চালান হাত বদল হবে। এ সংবাদের ভিত্তিতে মধ্যরাতে সেখানে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় জুয়েল রানাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্য মোতাবেক তার হেফাজত থেকে একটি বিদেশি অত্যাধুনিক পিস্তল, দু’টি ম্যাগাজিন এবং এক রাউন্ড গুলি জব্দ করা হয়।

পরে বিজিবির পক্ষ থেকে দৌলতপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা করে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর