বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

হাতিয়ার মেঘনায় দেখা মিলল বিশাল আকৃতির তিমি মাছের

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৩:২৪ পিএম

শেয়ার করুন:

হাতিয়ার মেঘনায় দেখা মিলল বিশাল আকৃতির তিমি মাছ

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে দেখা মিলেছে বিশাল আকৃতির তিমি মাছ। পরে কোস্টগার্ড গিয়ে মাছটি নিরাপদে নদীর পানিতে ছেড়ে দেয়।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার চর আতাউরের কাছে ডুবোচরে দেখা মিলে এই মাছের।


বিজ্ঞাপন


কন্টিনেজন্ট কমান্ডার কোস্টগার্ড হাতিয়া পেটি অফিসার মো. খালিছুর রহমান  জানান, আমরা নদীতে টহল দেওয়ার সময়  দেখি একটি তিমি জেলেদের দড়িতে বাধা পড়েছে। আর আমরা এটিকে উদ্ধার করে নদীতে ছেড়ে দিলে সেটি আবার কিনারে চলে আসার চেষ্টা করে। 

তিনি জানান, এই মাছটি বড় প্রজাতিদের যে নীল তিমি রয়েছে তার একটি বাচ্চা মাত্র। আকারে অনেক বড়। এরা ঘোলা পানিতে বসবাস করতে পারে না। যেহেতু এরা পরিষ্কার পানিতে থাকে তাই এটাকে দ্রুত  রিসকিউ সেন্টার নেওয়া উচিত। এদিকে তার গায়ে কিছু আঘাতের চিহ্ন রয়েছে । তবে এখনও উদ্ধার কাজ চলমান রয়েছে। 

এ বিষয়ে জেলা মৎস্য অফিসার ফাহাদ হোসেনের জানান, আমরা বিষয়টি শুনেছি। তবে ৩/৪ রকমের তিমি পাওয়া যায় আমাদের সমুদ্রে। হয়তো খাবারের খোঁজে তীরের দিকে চলে এসেছে। গভীর পানির দিকে নিয়ে ছেড়ে দেওয়া উচিত। 

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর