বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

গাইবান্ধায় বাজার ব্যবস্থা সংস্কার দাবি ক্যাবের

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৩:১৮ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় বাজার ব্যবস্থা সংস্কার দাবি ক্যাবের

নিত্যপণ্যের দাম কমানোসহ বাজার ব্যবস্থা সংস্কারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও র‌্যালি কর্মসূচি পালন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে গাইবান্ধা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।


বিজ্ঞাপন


কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), গাইবান্ধা জেলা শাখা এসব কর্মসূচির আয়োজন করে। এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।   

ক্যাব, গাইবান্ধা জেলা শাখার সভাপতি কে.এম রেজাউল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- কোষাধ্যক্ষ আব্দুল মান্নান চৌধুরী, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সাংবাদিক রজতকান্তি বর্মন, খায়রুল ইসলাম, সমাজকর্মী সুজন প্রসাদ, রেস্তোরা মালিক সমিতির সভাপতি তাবারক হোসেনসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার অনেক বিষয় সংস্কারের কথা বলছে। কিন্তু বাজার ব্যবস্থা সংস্কারে হাত দিচ্ছে না। বাজার ব্যবস্থা সংস্কার ছাড়া প্রচলিত ব্যবস্থা সচল রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাবে না। তাই দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা। 

বক্তারা আরও বলেন, অতি মুনাফালোভী ব্যবসায়ীদের কারসাজির কারণে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে গেছে। আলু, পেঁয়াজ ও ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে মানুষের নাভিশ্বাস উঠেছে। তাই দ্রুত মানুষের মাঝে স্বস্তি ফেরাতে দ্রব্যমূল্যের দাম কমাতে হবে।


বিজ্ঞাপন


মানববন্ধন শেষে একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর