নেত্রকোনার মোহনগঞ্জে ৯ দিন ধরে আতিকুর রহমান ওরফে অনিক (১৬) নামে এক স্কুলছাত্র নিখোঁজ রয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পর্যন্ত তার কোনো হদিস মেলেনি।
বিজ্ঞাপন
এর আগে গত ২৬ নভেম্বর সকালে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নিখোঁজ হয় ওই স্কুলছাত্র।
অনিক উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের সহিলদেও গ্রামের মো. মানিক মিয়ার ছেলে। মানিক মিয়ার তিন ছেলের মধ্যে মেঝ অনিক।
অনিক স্থানীয় খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
নিখোঁজের পরের দিন ২৭ নভেম্বর অনিকের মা রোজিনা আক্তার মোহনগঞ্জ থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বিজ্ঞাপন
নিখোঁজ ওই স্কুলছাত্রের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, অনিক গত ২৬ নভেম্বর সকালে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ মিলছে না। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় সন্ধান করেও তার হদিস পায়নি।
অনিকের মা রোজিনা আক্তার বলেন, আমার স্বামী একজন দিনমজুর। অনেক কষ্ট করে ছেলেদের লেখাপড়া করাচ্ছি। বাড়ি থেকে বের হয়ে গিয়ে ৯ দিন ধরে নিখোঁজ রয়েছে অনিক। পরিচিত সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাইনি। থানায় জিডিও করছি।
উপজেলার খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মৌলা বলেন, অনিক আমাদের বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সে লেখাপড়াতেও ভালো ছিল। কিন্তু হঠাৎ তার নিখোঁজ হওয়ার খবরটি শুনে আমরাও হতবাক হই।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, থানায় জিডি হওয়ার পর থেকেই ছেলেটির সন্ধানে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/ এমইউ