পিরোজপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের সঙ্গে থাকা চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে পিরোজপুর জেলা পুলিশ সুপার এক বিবৃতিতে এ তথ্য জানান।
বিজ্ঞাপন
জেলার নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের বিন্না এলাকা থেকে চুরি যাওয়া Discover 125 মডেলের মোটরসাইকেলসহ চোর চক্রের ৪ জনকে গ্রেফতার করেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, জেলার নাজিরপুর উপজেলার উত্তর গাওখালী গ্রামের মৃত কৃষ্ণ রায়ের ছেলে বাপ্পি ওরফে সুমন রায় (৩৮)।
যশোর জেলাধীন অভয়নগর উপজেলার বাগুটিয়া ইউনিয়নের ভুগুলহাট গ্রামের সাহেব মুন্সির ছেলে মুন্না মুন্সি (২৪)। নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের পশ্চিম বিন্না গ্রামের মারুফ হোসেনের ছেলে মেহেদি হাসান (৩৮)। একই উপজেলার জিলবাড়ি গ্রামেন আমির হোসেনের ছেলে কামরুল (২৪)।
বিজ্ঞাপন
পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসেরের দিকনির্দেশনায় ও তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. মুকিত হাসান খাঁন ও অফিসার ইনচার্জ মো. আবদুস সোবহানের নেতৃত্বে এসআই রমিজ জাহান জুম্মা এ অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করে।
পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের জানান, সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। চোরচক্রের বাকী সদস্যদের গ্রেফতারে অভিযানও অব্যাহত রয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে রিমান্ডে নিয়ে চোরচক্রের বাকী সদস্যদের গ্রেফতার করা হবে। আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও মাদকের একাধিক মামলা রয়েছে।
প্রতিনিধি/এসএস