রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

আগরতলা হাইকমিশনে হামলা, প্রতিবাদে বিলোনিয়া সীমান্তে বিক্ষোভ

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩১ পিএম

শেয়ার করুন:

loading/img

ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলা ও ফেনীর বিলোনীয়া স্থলবন্দর এলাকায় এসে বাংলাদেশ বিরোধী আন্দোলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ফেনীর পরশুরামে অবস্থিত বিলোনিয়া স্থলবন্দরের সামনে জড়ো হয়ে সমাবেশ করেন ফেনী জেলা ছাত্র-জনতা।


বিজ্ঞাপন


বিজিবি ও পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে বিভিন্ন স্লোগান দিয়ে তারা এ কর্মসূচি পালন করেন। এসময় কর্মসূচিতে আহত ও বৈষম্যবিরোধী ছাত্র নেতারা ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Messenger_creation_D697B1CD-E817-4844-A72D-0642C54B6254

এতে বক্তব্য দেন জেলা সমন্বয়ক মোহাইমিন তাজিম, মো. ওমর ফারুক, মোহাম্মদ শাওন, ফুলগাজীর সমন্বয়ক আব্দুর রহিম বাবু, সোহাগ, সৌরভ হোসেন, আজিজুল্লাহ আহমদী, জাহাঙ্গীর আলম প্রমুখ।

অপরদিকে সকাল থেকে বাংলাদেশের অংশে বিপুল পরিমাণ পুলিশ ও বিজিবি মোতায়ন করা হয়। ছাত্র-জনতাকে কর্মসূচি পালন করার জন্য তিনশো গজের সীমানার বাইরে করার নির্দেশনা দেন বিজিবি।


বিজ্ঞাপন


আরও পড়ুন

ভারতে বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, পরশুরাম-ছাগলনাইয়া (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওয়ালী উল্লাহ, বিজিবি ৪ ব্যাটালিয়নের সহকারী অধিনায়ক নুরুল ইসলাম, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম।

সমাবেশে বক্তারা বলেন, ভারত বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে মেতেছে। তারা ইতোমধ্যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে হুমকি দিয়েছে। বাংলাদেশের ছাত্র-জনতা এর দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত।

Messenger_creation_1BBD7439-F01B-4C27-A156-A4F59AE88CA5

এর আগে, ভারতে আগরতলায় উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকনের নেতৃত্বে সহকারী হাইকমিশনারে হামলা ও গত রোববার সীমান্তবর্তী এলাকায় উচ্চস্বরে মাইক বাজিয়ে বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে ছাত্র-জনতা এ কর্মসূচি পালন করেছে।

এর আগে ১ ডিসেম্বর বিকেলে সীমান্ত আইনভঙ্গ করে ভারতের উগ্রপন্থি ভারতীয়রা বিলোনীয়া বন্দর এলাকায় শূন্য রেখায় এসে বাংলাদেশের দিকে উচ্চ আওয়াজে মাইক দিয়ে উসকানিমূলক বক্তব্য দেয়। একে বাংলাদেশ অংশে জনতার মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর