খুলনায় সন্ত্রাসীদের ধারাল অস্ত্রের আঘাতে আহত ৩০নং ওয়ার্ড বিএনপির সদস্য এবং চিংড়ি বণিক সমিতির সাবেক সভাপতি আমিন মোল্লা বোয়িং মারা গেছেন।
বুধবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। এর আগে গত ২৯ নভেম্বর রাতে হামলায় তিনি আহত হওয়ার পর বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বিজ্ঞাপন
খুলনা সদর থানা পুলিশ জানায়, গত ২৯ নভেম্বর রাতে নগরীর টুটপাড়া এলাকায় সন্ত্রাসীরা এলোপাথাড়ি গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর তারা বিএনপি নেতা আমিন মোল্লাকে কুপিয়ে গুরুতর আহত করে। সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। কিছুক্ষণ পর সেখান থেকে তাকে বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
এদিকে এই হামলার ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।
প্রতিনিধি/একেবি