রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আজ কামালপুর হানাদার মুক্ত দিবস 

জেলা প্রতিনিধি, জামালপুর 
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৭:০৫ এএম

শেয়ার করুন:

আজ কামালপুর হানাদার মুক্ত দিবস 

আজ জামালপুরের ধানুয়া কামালপুর হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে হানাদার বাহিনী মুক্ত হয় কামালপুর। ধানুয়া কামালপুর মুক্ত হওয়ার মধ্য দিয়ে সূচিত হয় জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ ঢাকা বিজয়ের পথ।

ভারতীয় সীমান্তবর্তী জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুরে যুদ্ধের শুরুতেই হানাদার বাহিনী গড়ে তোলে শক্তিশালী ঘাঁটি। কামালপুর বিজয়ের লক্ষ্যে একাত্তরের ১১ নভেম্বর হানাদারদের শক্তিশালী ঘাঁটিতে আক্রমণ শুরু করেন মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধাদের আক্রমণে অবরুদ্ধ হয়ে পড়ে হানাদাররা। ২৩ দিন অবরুদ্ধ থাকার পর ৪ ডিসেম্বর সন্ধ্যায় হানাদার বাহিনীর ১৬২ সৈন্যের একটি দল যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। শত্রুমুক্ত হয় ধানুয়া কামালপুর।


বিজ্ঞাপন


কামালপুর অভিযানে শহিদ হয়েছেন ১৯৭ জন মুক্তিযোদ্ধা। অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনীর অফিসারসহ নিহত হন ২২০ জন সেনা।

বীর উত্তম থেকে বীর প্রতীক মিলিয়ে সর্বমোট ২৯ জন মুক্তিযোদ্ধা সাহসিকতা পদক পেয়েছেন কেবল মাত্র কামালপুর যুদ্ধের জন্য। দিনটি উদ্‌যাপন করতে নানা কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রশাসন।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর