নরসিংদীর বেলাব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২ ডিসেম্বর) দিবাগত রাতে বেলাব সদরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন।
নজরুল ইসলাম বেলাব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
জানা যায়, পার্শ্ববর্তী শিবপুর থানার একটি বিস্ফোরক ও হত্যা মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
বিজ্ঞাপন
গ্রেফতারের বিষয়ে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, শিবপুর থানার একটি বিস্ফোরক ও হত্যা মামলায় বেলাব থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়েছে
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন বলেন, গত জুলাইয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা ও শিক্ষার্থীসহ ৪ জন নিহতের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস