শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

কলমাকান্দায় মাদকাসক্ত যুবককে ১ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৬ পিএম

শেয়ার করুন:

কলমাকান্দায় মাদকাসক্ত যুবককে ১ বছরের কারাদণ্ড

নেত্রকোনার কলমাকান্দায় মাদকাসক্ত এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে নগদ একশত টাকা জরিমানা করা হয়েছে।

কারাদণ্ডপ্রাপ্ত যুবকের নাম জুয়েল মিয়া (২১)। তিনি উপজেলার সদরের চাঁনপুর গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।


বিজ্ঞাপন


সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের চাঁনপুর এলাকা থেকে জুয়েলকে মাদক সেবনরত অবস্থায় আটক করে পুলিশ।

পরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম।

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমাণ আদালতে জুয়েল তার অপরাধ স্বীকার করে। পরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।

রাতেই সাজাপ্রাপ্ত জুয়েলকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর